🚀💻 Microsoft Word টেবিলে এক ক্লিকেই সিরিয়াল নাম্বার বসানোর সহজ নিয়ম 🔥📑

Microsoft Word আমাদের দৈনন্দিন অফিস বা ব্যক্তিগত কাজে বহুল ব্যবহৃত একটি সফটওয়্যার। এখানে টেবিল তৈরি করে তথ্য সাজানো অনেক সহজ হলেও, প্রতিটি রো-তে আলাদাভাবে সিরিয়াল নাম্বার লিখতে গেলে তা হয়ে ওঠে সময়সাপেক্ষ এবং কষ্টকর কাজ। বিশেষ করে যদি টেবিল বড় হয়, তখন ম্যানুয়ালি নাম্বার টাইপ করা সত্যিই ঝামেলার হয়ে দাঁড়ায়।

🚀💻 Microsoft Word টেবিলে এক ক্লিকেই সিরিয়াল নাম্বার বসানোর সহজ নিয়ম 🔥📑

তবে সুখবর হলো, Word-এ এমন কিছু ফিচার আছে যার মাধ্যমে খুব সহজে একবারেই পুরো টেবিলের মধ্যে অটোমেটিক সিরিয়াল নাম্বার বসানো যায়। এতে শুধু সময়ই বাঁচে না টেবিল হয়ে ওঠে সুশৃঙ্খল ও পেশাদার মানের। এই লেখায় আমরা সেই সহজ কৌশলগুলো নিয়ে আলোচনা করব।

🚀💻 Microsoft Word টেবিলে এক ক্লিকেই সিরিয়াল নাম্বার বসানোর সহজ নিয়ম 🔥📑

প্রথমে Microsoft Word-এ একটি টেবিল ইনসার্ট করুন। উদাহরণস্বরূপ আমি প্রথম কলামে সিরিয়াল নাম্বার তার পাশে নাম তার পাশে ঠিকানা ও ফোন নাম্বার দিয়ে একটি টেবিল তৈরি করেছি। টেবিলটি অনেক বড় করেছি দুটি পেইজ হয়েছে। আমি ছোট্ট করে দুটি পেইজ একসাথে দেখাচ্ছি। 

Microsoft Word-এ একটি টেবিল ইনসার্ট করুন।

তারপর টেবিলের সিরিয়াল নাম্বার কলাম সেটি মাউস দিয়ে সিলেক্ট করুন।

টেবিলের সিরিয়াল নাম্বার কলাম সেটি মাউস দিয়ে সিলেক্ট করুন।

তারপর আমাদের “Numbering” ফিচার ব্যবহার করতে হবে। উপরের Ribbon মেনু থেকে Home ট্যাবে ক্লিক করুন। যদি Home ট্যাবে অলরেডি থেকে থাকেন তাহলে তো হলই।

Ribbon মেনু থেকে Home ট্যাবে ক্লিক করুন

তারপর Paragraph গ্রুপে থাকা Numbering আইকনে ক্লিক করুন।

Paragraph গ্রুপে থাকা Numbering আইকনে ক্লিক করুন।

তারপর এখান থেকে আপনি যে Formats এ Numbering করতে চান সেই Formats এ ক্লিক করুন। আমি প্রথমটাই বেছে নিচ্ছি। 

Paragraph গ্রুপে থাকা Numbering আইকনে ক্লিক করুন।

তারপর দেখে সঙ্গে সঙ্গে সিলেক্ট করা কলামে ১, ২, ৩… এভাবে সিরিয়াল নাম্বার বসে গেছে।

সিলেক্ট করা কলামে ১, ২, ৩… এভাবে সিরিয়াল নাম্বার বসে গেছে।
Numbering কাজ শেষ

সিরিয়াল নাম্বার গুলো অনেক ছোট্ট দেখাচ্ছে আপনি চাইলে নাম্বার গুলো সিলেক্ট করে Font Size বাড়িয়ে নিতে পারে। 

Font Size বাড়িয়ে নিতে পারে।

আমি Font Size ২২ করে দিচ্ছি।

আমি Font Size ২২ করে দিচ্ছি।

তারপর দেখেন এখনে কত সুন্দর দেখা যাচ্ছে। 

দেখেন এখনে কত সুন্দর দেখা যাচ্ছে

আশা করি বুঝতে পেরেছেন। 

✅ কেন অটোমেটিক সিরিয়াল নাম্বার ব্যবহার করবেন❓

  • সময় বাঁচে এবং দ্রুত কাজ করা যায়।
  • বড় টেবিল হলে ম্যানুয়ালি টাইপ করার ঝামেলা থাকে না।
  • নাম্বার মুছে গেলে বা পরিবর্তন করলে সহজে আবার নতুন করে সাজানো যায়।
  • টেবিলকে আরও পেশাদার ও সুন্দর দেখায়।

✅ বাড়তি টিপস 📝

  • টেবিলের আকার পরিবর্তন করলে বা নতুন রো যোগ করলে Numbering স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়ে যাবে।
  • যদি ম্যানুয়ালি নাম্বার মুছে ফেলেন তাহলে আবার কলাম সিলেক্ট করে Numbering ক্লিক করলে সেটি নতুন করে ঠিক হয়ে যাবে।
  • Field Codes ব্যবহার করলে নাম্বার আরও ফ্লেক্সিবল থাকে তবে Numbering ফিচারই সবচেয়ে সহজ।

✅ আমার শেষ কথা 📝

সিরিয়াল নাম্বার যোগ করা একটি সাধারণ কাজ মনে হলেও বড় টেবিলের ক্ষেত্রে এটি অনেক সময় ও পরিশ্রম বাঁচাতে পারে। Microsoft Word-এর Numbering ফিচার কিংবা Field Codes ব্যবহার করে খুব দ্রুতই টেবিলের প্রতিটি রো-তে সিরিয়াল নাম্বার যুক্ত করা যায়।

সুতরাং, যারা প্রতিদিন Word-এ কাজ করেন বা রিপোর্ট, তথ্য তালিকা কিংবা ডেটা শিট তৈরি করেন, তাদের জন্য এই কৌশলগুলো জানা অত্যন্ত প্রয়োজনীয়। এতে কাজ হবে দ্রুত, সহজ এবং আরও বেশি প্রফেশনাল।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

সাকিব আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url