🌟🚀 Microsoft Excel এক ক্লিকে একাধিক রো Group করুন একদম সহজ উপায়ে! ✨✅

Microsoft Excel-এ আপনি চাইলে একাধিক রো বা কলামকে একত্রে Group করতে পারেন, যাতে ডেটা গুলো সহজে দেখা ও লুকানো যায়। বিশেষ করে বড় ডেটাশিটে কাজ করার সময় এই ফিচারটি দারুণ কার্যকর।

🌟🚀 Microsoft Excel এক ক্লিকে একাধিক রো Group করুন একদম সহজ উপায়ে! ✨✅

আজ আমরা শিখব কীভাবে আপনার দেওয়া ছবির মতো টেবিলের প্রথম পাঁচটি রো Group করা যায়।

🌟🚀 Microsoft Excel এক ক্লিকে একাধিক রো Group করুন একদম সহজ উপায়ে! ✨✅

আমি একটি ডাটা টেবিলে নিয়ে নিছি।

আমি একটি ডাটা টেবিলে নিয়ে নিছি।

প্রথমে আপনি যেসব রো একসাথে Group করতে চান সেগুলো সিলেক্ট করুন। যেমনঃ এখানে আমি Row 2 থেকে Row 6 পর্যন্ত সিলেক্ট করলাম।

প্রথমে আপনি যেসব রো একসাথে Group করতে চান সেগুলো সিলেক্ট করুন। যেমনঃ এখানে আমি Row 2 থেকে Row 6 পর্যন্ত সিলেক্ট করলাম।

এখন সিলেক্ট করা রো গুলোকে একসাথে Group করতে হবে। উপরের মেনুবার থেকে Data ট্যাবে যান।

এখন সিলেক্ট করা রো গুলোকে একসাথে Group করতে হবে। উপরের মেনুবার থেকে Data ট্যাবে যান।

সেখান থেকে Outline গ্রুপের নিচে Group অপশনটি খুঁজুন। Group বাটনে ক্লিক করুন

সেখান থেকে Outline গ্রুপের নিচে Group অপশনটি খুঁজুন। Group বাটনে ক্লিক করুন

তারপর আবার Group এ ক্লিক করুন।

তারপর আবার Group এ ক্লিক করুন।

একটি পপ-আপ আসবে যেখানে “Rows” সিলেক্ট করে OK দিন।

একটি পপ-আপ আসবে যেখানে “Rows” সিলেক্ট করে OK দিন।

এখন আপনি দেখবেন Row 2 থেকে 6 পর্যন্ত বাম পাশে একটি মাইনাস (-) চিহ্ন দেখা যাবে। এই চিহ্নে ক্লিক করলে পুরো গ্রুপটি সংকুচিত হয়ে (collapse) যাবে, অর্থাৎ রো গুলো লুকিয়ে যাবে।

Row 2 থেকে 6 পর্যন্ত বাম পাশে একটি মাইনাস (-) চিহ্ন দেখা যাবে।

দেখন সংকুচিত হয়ে গেছে। 

দেখন সংকুচিত হয়ে গেছে।

আবার প্লাস (+) চিহ্নে ক্লিক করলে রো গুলো ফিরে আসবে (expand)।

আবার প্লাস (+) চিহ্নে ক্লিক করলে রো গুলো ফিরে আসবে (expand)।

দেখেন আবার ফিরে এসেছে।

দেখেন আবার ফিরে এসেছে।

আশা করি বুঝতে পেরেছেন।

🏁 আমার শেষ কথা ✨

Excel-এ Group ফিচার ব্যবহার করলে বড় টেবিলের ডেটা পরিচালনা অনেক সহজ হয়ে যায়। যেমন এই উদাহরণে আমরা Sheet, Bar, TMT, Channel, Angle এই পাঁচটি রো একসাথে গ্রুপ করে নিলাম। ফলে এক ক্লিকে সবগুলো একসাথে লুকানো বা দেখা সম্ভব হবে, যা কাজের গতি বাড়িয়ে দেবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

সাকিব আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url