🚀📅 Microsoft Excel এ Current Date ও Current Time নিয়ে আসার সম্পূর্ণ গাইড ⏰🌟

Microsoft Excel আমাদের দৈনন্দিন কাজের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সফটওয়্যার। অনেক সময় ডেটা এন্ট্রি করার সময় আমরা চাই আজকের তারিখ (Current Date) এবং বর্তমান সময় (Current Time) স্বয়ংক্রিয়ভাবে বা এক ক্লিকে লিখে ফেলতে।

🚀📅 Microsoft Excel এ Current Date ও Current Time নিয়ে আসার সম্পূর্ণ গাইড ⏰🌟

Excel-এ এই কাজটি করা যায় খুব সহজে শর্টকাট কী বা ফর্মুলা ব্যবহার করে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

🕐 Current Date এবং Current Time কী❓

Current Date হলো আজকের তারিখ, অর্থাৎ আপনি যখন কাজ করছেন সেই দিনের তারিখ। Current Time হলো সেই মুহূর্তের সময়, অর্থাৎ আপনি যখন সেল-এ ইনপুট দিচ্ছেন তখনকার ঘন্টা ও মিনিট। Excel এই দুটি তথ্য খুব সহজেই দিতে পারে শুধু জানতে হবে কোন শর্টকাট বা ফর্মুলা ব্যবহার করতে হয়।

আমি কাজ করা জন্য একটি Sheet নিয়ে নিছি যেখানে Current Date আর Current Time এর টেবিল তৈরি করা হয়েছে।

Current Date আর Current Time এর টেবিল তৈরি করা হয়েছে।

আপনারা এভাবে টেবিল তৈরি করে শিখতে পারেন।

⚡ Current Date আনতে Shortcut Key 🗝️

প্রথমে যেই সেলে আজকের তারিখ লিখতে চান সেই সেলটি সিলেক্ট করুন। আমি এটি সিলেক্ট করলাম।

প্রথমে যেই সেলে আজকের তারিখ লিখতে চান সেই সেলটি সিলেক্ট করুন। আমি এটি সিলেক্ট করলাম।

এবার কিবোর্ড থেকে একসাথে Ctrl এবং ; (সেমিকোলন) চাপুন। সাথে সাথে সেলে আজকের তারিখ চলে এসেছে।

এবার কিবোর্ড থেকে একসাথে Ctrl এবং ; (সেমিকোলন) চাপুন। সাথে সাথে সেলে আজকের তারিখ চলে এসেছে।

🧠 নোট: এই তারিখ স্থির থাকে। অর্থাৎ আপনি ফাইল পুনরায় খুললেও এটি পরিবর্তন হবে না।

⏰ Current Time আনতে Shortcut Key 🗝️

এখন আমার Current Time বের করব। আমি Current Time সেলের পাশ সেল টাইম বের করব তাই এটা সিলেক্ট করলাম।

এখন আমার Current Time বের করব। আমি Current Time সেলের পাশ সেল টাইম বের করব তাই এটা সিলেক্ট করলাম।

তারপর কিবোর্ড থেকে একসাথে Ctrl + Shift + ; চাপুন। সাথে সাথে দেখবেন সেলে আপনার বর্তমান সময় চলে আসবে।

তারপর কিবোর্ড থেকে একসাথে Ctrl + Shift + ; চাপুন। সাথে সাথে দেখবেন সেলে আপনার বর্তমান সময় চলে আসবে।

🧠 নোট: সময়টিও স্থির থাকবে এটি স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয় না।

🚀 ফর্মুলা ব্যবহার করে স্বয়ংক্রিয় Date ও Time ⏰

যদি চান আপনার ডেটা স্বয়ংক্রিয়ভাবে আপডেট হোক (অর্থাৎ প্রতি বার ফাইল ওপেন করলে বর্তমান তারিখ ও সময় দেখাক), তাহলে ফর্মুলা ব্যবহার করতে পারেন।

✅ বর্তমান তারিখের জন্য:

=TODAY()

এই ফর্মুলাটি দিলে Excel বর্তমান তারিখ দেখাবে এবং প্রতিদিন ফাইল খুললে তারিখ আপডেট হবে।

✅ বর্তমান সময়ের জন্য:

=NOW()

এই ফর্মুলা দিলে সেল-এ একসাথে তারিখ ও সময় দুটোই দেখাবে।

💡 কিছু গুরুত্বপূর্ণ টিপস ⏰

যদি আপনি চান সময় ও তারিখ স্থির থাকুক তাহলে Shortcut Key ব্যবহার করুন।

যদি চান প্রতিদিন স্বয়ংক্রিয়ভাবে আপডেট হোক, তাহলে TODAY() বা NOW() ফর্মুলা ব্যবহার করুন।

কোনো রিপোর্ট বা Attendance Sheet তৈরির সময় এই দুই অপশন খুবই কার্যকর।

🏁 আমার শেষ কথা 🌟

Microsoft Excel-এ Current Date ও Current Time নেওয়া অত্যন্ত সহজ, শুধু জানা দরকার সঠিক পদ্ধতি। Ctrl + ; ব্যবহার করে আপনি সহজেই আজকের তারিখ আনতে পারেন এবং Ctrl + Shift + ; দিয়ে বর্তমান সময়। এছাড়াও TODAY() ও NOW() ফর্মুলা ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে সময় ও তারিখ আপডেট রাখতে পারবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

সাকিব আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url