🖥️🔥 Microsoft Word-এ Paragraph Hidden/Unhidden করার সম্পূর্ণ গাইড 🚀📋
Microsoft Word আমাদের দৈনন্দিন লেখালেখি ও অফিসের কাজের জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত একটি টুল। বিভিন্ন সময় ডকুমেন্টে এমন কিছু লেখা থাকে যেগুলো আমরা সরাসরি রাখতে চাই না, তবে মুছেও ফেলতে চাই না। এ ধরনের ক্ষেত্রে Paragraph Hidden/Unhidden ফিচার আমাদের কাজে আসে। এটি ব্যবহার করে আমরা সহজেই লেখা লুকিয়ে রাখতে পারি এবং প্রয়োজন হলে আবার দেখাতে পারি।
এই সুবিধাটি বিশেষভাবে কার্যকর যখন আমরা ড্রাফট তৈরি করি, গবেষণার নোট সাজাই কিংবা কোনো রিপোর্টের অতিরিক্ত তথ্য সাময়িকভাবে আড়াল করতে চাই। Hidden ফিচারের মাধ্যমে তথ্য নিরাপদ থাকে, আবার ডকুমেন্টও পরিষ্কার ও গোছানো দেখায়। তাই যারা নিয়মিত Microsoft Word ব্যবহার করেন, তাদের জন্য এই ফিচার জানা খুবই জরুরি। এখন চলুন জেনে নেই কিভাবে Microsoft Word-এ Paragraph Hidden ও Unhidden করা যায় ধাপে ধাপে।
🖥️🔥 Microsoft Word-এ Paragraph Hidden/Unhidden করার সম্পূর্ণ গাইড 🚀📋
✅ Paragraph Hidden করার নিয়ম 📝
কোনো নির্দিষ্ট লেখা বা প্যারাগ্রাফকে Word-এ লুকাতে হলে আমাদের নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে। আমি Microsoft Word এ কিছু Paragraph নিয়ে নিছি।
তারপর যেই প্যারাগ্রাফ বা লেখা লুকাতে চান সেটি মাউস দিয়ে সিলেক্ট করুন। আমি নিচের এই টুকু সিলেক্ট করলাম।
তারপর Ribbon বার থেকে Home Tab এ ক্লিক করুন। আর যদি অলরেডি Home Tab এ থেকে থাকেন তাহলে আর কিছু করার দরকার নাই। তারপর Paragraph Group এ Paragraph Setting এ ক্লিক করুন অথবা Keyboard থেকে Ctrl+D চাপ দিন।
তারপর সরাসরি Font ডায়ালগ বক্স খুলে যাবে।
তারপর Font ডায়ালগ বক্সে নিচের দিকে একটি Effects সেকশন থাকবে।
তারপর সেখানে Hidden অপশনটিতে টিক (✔) দিন।
তারপর OK ক্লিক করুন
এখন সিলেক্ট করা টেক্সটটি ডকুমেন্ট থেকে অদৃশ্য বা Hidden হয়ে গেছে।
আশা করি Hidden করা বুঝতে পেরেছেন।
✅ Hidden Paragraph দেখা বা Unhide করার নিয়ম 📝
আমরা Unhide তরার জন্য Show/Hide ¶ ব্যবহার করতে পারি। এটা করার জন্য কীবোর্ড থেকে Ctrl + Shift + 8 চাপুন অথবা Home ট্যাবের ¶ Show/Hide বাটনে ক্লিক করুন।
এতে ডকুমেন্টে লুকানো টেক্সট হালকা দাগ দিয়ে দেখা যাবে।
আমরা চাইলে Font মেনু থেকে Unhide করতে পারি। এরজন্য যে অংশ লুকানো আছে সেটি সিলেক্ট করুন।
তারপর আবার Keyboard এর Ctrl + D চাপুন অথবা Font Group এর এখানে ক্লিক করুন ।
তারপর Effects এ গিয়ে Hidden চেকবক্সের টিক উঠিয়ে দিন।
তারপর OK ক্লিক করুন।
এখন দেখেন টেক্সট আবার স্বাভাবিকভাবে দেখা যাবে।
আশা করি UnHidden করা বুঝতে পেরেছেন।
✅ কোথায় Hidden/Unhidden সুবিধা কাজে লাগে..... ❓
- ড্রাফট বা নোটে কিছু অংশ সাময়িক লুকিয়ে রাখা।
- শিক্ষার্থীদের জন্য প্রশ্নপত্র তৈরি করার সময় উত্তর লুকানো রাখা।
- কোনো রিপোর্টে অতিরিক্ত তথ্য সংরক্ষণ করা যা পরে দরকার হলে ব্যবহার করা যাবে।
- সহযোগী ডকুমেন্টে টেম্পোরারি কমেন্ট বা তথ্য লুকানো রাখা।
✅ আমার শেষ কথা 📝
Microsoft Word-এর Hidden/Unhidden ফিচারটি একটি ছোট অথচ শক্তিশালী সুবিধা, যা লেখালেখি ও ডকুমেন্ট ম্যানেজমেন্টকে আরও স্মার্ট করে তোলে। আমরা চাইলে যেকোনো সময় কোনো লেখা বা প্যারাগ্রাফ আড়াল করতে পারি, আবার প্রয়োজন অনুযায়ী ফিরিয়ে আনতে পারি। এর ফলে অপ্রয়োজনীয় তথ্য সাময়িকভাবে লুকিয়ে রাখা যায়, তবে ডিলিট করার ঝুঁকি থাকে না। তাই Word-এ কাজ করার সময় এই কৌশলটি জানা থাকলে আপনার ডকুমেন্ট আরও প্রফেশনাল এবং কার্যকর হবে।
















সাকিব আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url