💻📄 এক্সেলে জন্ম তারিখ থেকে বয়স (Age) বের করার নিয়ম 📊🖥️

আমরা প্রায়ই বিভিন্ন অফিস ফাইল, স্কুল/কলেজের ডেটা শিট কিংবা ব্যক্তিগত রেকর্ড রাখার সময় জন্ম তারিখ (DOB) থেকে বয়স হিসাব করার প্রয়োজন বোধ করি। হাতে গুনে বয়স বের করা যেমন সময়সাপেক্ষ, তেমনি ভুল হওয়ার আশঙ্কাও বেশি। কিন্তু Microsoft Excel-এ সহজ কিছু ফর্মুলা ব্যবহার করে আমরা কয়েক সেকেন্ডেই সঠিক বয়স বের করতে পারি।

💻📄 এক্সেলে জন্ম তারিখ থেকে বয়স (Age) বের করার নিয়ম 📊🖥️

💻📄 এক্সেলে জন্ম তারিখ থেকে বয়স (Age) বের করার নিয়ম 📊🖥️

প্রথমে আমি কিছু স্টাফদের জন্ম তারিখ নিয়ে A কলামে রেখেছি আর B কলামে বয়স বের করব।

তারপর আমরা B কলামের 2 নাম্বার সেলে প্রথমে = চিহ্ন দিব।

তারপর আমরা DATEDIF লিখে ফাস্ট ব্যাকেট দিব।

তারপর আমরা A কলামের 2 নাম্বার সেলে ক্লিক করব। ঠিক এভাবে =DATEDIF(A2

তারপর আমরা কমা দিয়ে  ,TODAY(), এভাবে  লিখব।

তারপর আমরা "Y") লিখব।

তারপর Keyboard এর Enter বাটন চাপ দিব। দেখেন B কলামের 2 নাম্বার সেলে এর বয়স চলে এসেছে। 

তারপর বাকি গুলো আনার জন্য ড্রাগ করে টেনে নিচে নামালেই বাকি গুলো চলে আসবে।

এখন দেখেন বাকি গুলো চলে এসেছে। 

আশা করি Screenshots গুলো বুঝতে পেরেছেন। 

=DATEDIF(A2, TODAY(), "Y") 🔍 ফর্মুলার অংশগুলো ব্যাখ্যা

  • Excel-এ DATEDIF ফাংশন ব্যবহার করা হয় দুইটি তারিখের মধ্যে পার্থক্য (Difference) বের করার জন্য।
  • এটি খুব জনপ্রিয় কারণ এর সাহায্যে সহজেই বয়স, অভিজ্ঞতা, সময়কাল ইত্যাদি বের করা যায়।
  • A2 এখানে আপনার জন্ম তারিখ (DOB) বা যেকোনো শুরুর তারিখ লেখা আছে। যেমনঃ যদি A2 সেলে থাকে 18-02-1998 তাহলে ফর্মুলা সেই তারিখকে শুরু হিসেবে নেবে।
  • TODAY() এটি একটি Excel ফাংশন যা সবসময় বর্তমান দিনের তারিখ দেখায়। মানে আজকের তারিখ কত, সেটাই Excel Automatically বের করবে। তাই আপনাকে আজকের তারিখ ম্যানুয়ালি লিখতে হবে না।
  • "Y" DATEDIF ফাংশনের তৃতীয় অংশটি বলে দিচ্ছে আমরা কোন ধরনের পার্থক্য চাই। "Y" মানে হলো বছরের পার্থক্য। অর্থাৎ, কত পূর্ণ বছর পার হয়েছে সেটি Excel গণনা করবে।

📋আমার শেষ কথা 📝

জন্ম তারিখ থেকে বয়স হিসাব করা এক্সেলের সাহায্যে খুবই সহজ। সঠিক ফর্মুলা জানলে আর হাতে গোনা হিসাব করার দরকার নেই। শুধু DATEDIF() ফর্মুলা ব্যবহার করলেই, মুহূর্তে সঠিক বয়স বের করা সম্ভব।

👉 তাই পরের বার যখন জন্ম তারিখ থেকে বয়স বের করতে হবে, এক্সেল খুলে নিন আর ফর্মুলা দিয়ে কাজ সেরে ফেলুন। 😊

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

সাকিব আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url