🖥️🔥 Microsoft Word এ Avro Keyboard দিয়ে SutonnyMJ ফন্টে কিভাবে লিখবেন...❓🚀

বাংলা লেখালেখির জন্য সবচেয়ে জনপ্রিয় দুটি টুল হলো Avro Keyboard এবং SutonnyMJ ফন্ট। Avro সাধারণত Unicode ভিত্তিক টাইপিং সাপোর্ট করে, আর SutonnyMJ হলো ANSI ভিত্তিক একটি বাংলা ফন্ট, যা অনেক অফিসিয়াল ও প্রিন্ট মিডিয়ায় এখনও ব্যাপকভাবে ব্যবহৃত হয়। ফলে Microsoft Word-এ যদি Avro Keyboard দিয়ে সরাসরি SutonnyMJ ফন্টে লেখা যায়, তাহলে একদিকে Unicode এর সুবিধা পাওয়া যায়, অন্যদিকে প্রিন্টিং ও লেআউট কাজের জন্য সহজ হয়।

🖥️🔥 Microsoft Word এ Avro Keyboard দিয়ে SutonnyMJ ফন্টে কিভাবে লিখবেন...❓🚀

এই আর্টিকেলে আমরা ধাপে ধাপে আলোচনা করব কীভাবে Microsoft Word-এ Avro Keyboard ব্যবহার করে SutonnyMJ ফন্টে লিখতে পারবেন।

Avro Keyboard এবং SutonnyMJ ফন্ট সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা

Avro Keyboard: এটি একটি Unicode ভিত্তিক স্মার্ট বাংলা টাইপিং সফটওয়্যার। এতে ফনেটিক (Phonetic), অভ্র কীবোর্ড লেআউটসহ বিভিন্ন ধরণের লেআউট ব্যবহার করা যায়।

SutonnyMJ ফন্ট: এটি একটি ANSI ভিত্তিক বাংলা ফন্ট, যা মূলত পুরনো সিস্টেম, সংবাদপত্র ও সরকারি কাজে বেশি ব্যবহৃত হয়। Unicode এর তুলনায় ANSI ফন্টে লেখা টেক্সট অন্য ফন্টে সহজে রূপান্তর করা যায় না।

Computer বা Laptop এ Avro Keyboard সেটআপ 

  • প্রথমে আপনার কম্পিউটারে Avro Keyboard ইনস্টল করুন। অফিসিয়াল ওয়েবসাইট (omicronlab.com) থেকে সর্বশেষ ভার্সন ডাউনলোড করা উত্তম।
  • Avro চালু করার পর টাস্কবারে Avro এর আইকন দেখতে পাবেন।
  • সেখানে গিয়ে Keyboard Layout থেকে "Phonetic" বা আপনার পছন্দমতো লেআউট সিলেক্ট করুন।

🖥️🔥 Microsoft Word এ Avro Keyboard দিয়ে SutonnyMJ ফন্টে কিভাবে লিখবেন...❓🚀

আমি Microsoft Word ওপেন করে নিয়েছি।

আমি Microsoft Word ওপেন করে নিয়েছি।

আমি Avro Keyboard দিয়ে আমার নাম লিখলাম। দেখেন Font এর জায়গায় ডিফল্টভাবে Vrinda ফন্ট নিয়ে নিছে৷

আমি Avro Keyboard দিয়ে আমার নাম লিখলাম। দেখেন Font এর জায়গায় ডিফল্টভাবে Vrinda ফন্ট নিয়ে নিছে৷

এখন যদি আমি Vrinda ফন্ট পরিবর্তন করে SutonnyMJ সিলেক্ট করে লেখা শুরু করি দেখেন কি হয়।

এখন যদি আমি Vrinda ফন্ট পরিবর্তন করে SutonnyMJ সিলেক্ট করে লেখা শুরু করি দেখেন কি হয়।

দেখেন আমি শুধু লেখা শুরু করছি তখনি আবার অটোমেটিক ফন্ট পরিবর্তন হয়ে Vrinda তে চলে গেছে।

দেখেন আমি শুধু লেখা শুরু করছি তখনি আবার অটোমেটিক ফন্ট পরিবর্তন হয়ে Vrinda তে চলে গেছে।

এখন SutonnyMJ ফন্ট কিভাবে Avro Keyboard দিয়ে লিখবেন চলুন দেখে নেই। প্রথমে আমরা Avro Keyboard এর সেটিংস এ ক্লিক করব।

এখন SutonnyMJ ফন্ট কিভাবে Avro Keyboard দিয়ে লিখবেন চলুন দেখে নেই। প্রথমে আমরা Avro Keyboard এর সেটিংস এ ক্লিক করব।

তারপর Output as ANSI (Are you sure?) এটাতে ক্লিক করবেন। এটুকু Screenshots নেওয়া যায় না দেখে ফোন দিয়ে ছবি তুলা হয়েছে।

তারপর Output as ANSI (Are you sure?) এটাতে ক্লিক করবেন। এটুকু Screenshots নেওয়া যায় না দেখে ফোন দিয়ে ছবি তুলা হয়েছে।

তারপর Use ANSI anyway এ সিলেক্ট করবেন। 

তারপর Use ANSI anyway এ সিলেক্ট করবেন।

তারপর Vrinda ফন্ট পরিবর্তন করে SutonnyMJ দিবেন। দেখেন আমারটা Vrinda ফন্ট আগে থেকে দেওয়া রয়েছে। 

তারপর Vrinda ফন্ট পরিবর্তন করে SutonnyMJ দিবেন। দেখেন আমারটা Vrinda ফন্ট আগে থেকে দেওয়া রয়েছে।

আমি এটা পরিবর্তন করে SutonnyMJ দিলাম।

আমি এটা পরিবর্তন করে SutonnyMJ দিলাম

এখন আমি Avro keyboard দিয়ে লেখা শুরু করেছি। দেখন দেখা SutonnyMJ দিয়েই হচ্ছে Vrinda ফন্টের চেয়ে SutonnyMJ ফন্টের লেখা একটু ছোট খেয়াল করে দেখেন।

এখন আমি Avro keyboard দিয়ে লেখা শুরু করেছি। দেখন দেখা SutonnyMJ দিয়েই হচ্ছে Vrinda ফন্টের চেয়ে SutonnyMJ ফন্টের লেখা একটু ছোট খেয়াল করে দেখেন।

আমি আমার নামের বাকি অংশ টুকু লিখলাম দেখেন ফন্ট ঠিক আছে অন্য ফন্টে চলে যায় নাই।

এখন আপনি যদি আবার আগের অবস্থায় চলে যেতে চান তাহলে আবার Avro keyboard এর সেটিংস এ গিয়ে Output as Unicode (Recommended) এটা সিলেক্ট করে দিবেন তাহলে আগের অবস্থায় চলে যাবেন। আশা করি বুঝতে পেরেছেন।

কার্যকর টিপস

  • একদম নতুন হলে সরাসরি Avro এর Output as Unicode (Recommended) ব্যবহার করা সবচেয়ে সহজ উপায়।
  • অফিসিয়াল রিপোর্ট, পত্রিকা, বা প্রিন্ট লেআউটের জন্য ANSI ফন্ট (যেমন SutonnyMJ) ব্যবহার করতে হয়। তবে সাধারণ ডিজিটাল ডকুমেন্ট ও ওয়েব কনটেন্টের জন্য Unicode ফন্ট অনেক বেশি কার্যকর।
  • সবসময় Word-এ লেখার আগে ফন্ট ঠিক করে নিন। অর্থাৎ Avro চালু করে Word-এ SutonnyMJ ফন্ট সিলেক্ট করলেই লেখাটা সঠিকভাবে দেখা যাবে।

✅ আমার শেষ কথা 📝

Microsoft Word-এ Avro Keyboard দিয়ে SutonnyMJ ফন্টে লেখার জন্য মূলত দুটি পদ্ধতি রয়েছে Avro এর Output as ANSI (Are you sure?) ব্যবহার করা অথবা Unicode টেক্সটকে কনভার্টার দিয়ে ANSI ফরম্যাটে রূপান্তর করা। যারা নিয়মিত অফিসিয়াল কাজ বা প্রিন্টিংয়ের জন্য SutonnyMJ ব্যবহার করতে চান, তাদের জন্য প্রথম পদ্ধতিটি সবচেয়ে সহজ ও কার্যকর। এভাবে আপনি Avro Keyboard এর সুবিধা ভোগ করেও SutonnyMJ ফন্টে সহজেই লিখতে পারবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

সাকিব আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url