🧾🔥 Microsoft Excel এ নাম্বার টাইপ করতেই অটোমেটিক বর্ডার চলে আসবে সম্পূর্ণ সেটআপ গাইড 🚀🖥️
অনেক সময় আমরা Excel-এ ডেটা এন্ট্রি করার সময় চাই যে, নাম্বার টাইপ করলেই সেলটির চারপাশে অটোমেটিকভাবে বর্ডার চলে আসুক। এতে টেবিল আরও সুন্দর এবং প্রফেশনাল দেখায়, পাশাপাশি ডেটা আলাদা করতেও সুবিধা হয়। আজকের এই আর্টিকেলে ধাপে ধাপে দেখব কিভাবে Microsoft Excel এ নাম্বার টাইপ করলেই অটোমেটিক বর্ডার চলে আসবে।
✅ কেন প্রয়োজন অটোমেটিক বর্ডার 📄
যখন আপনি বড় ডেটা শিটে কাজ করেন যেমন ছাত্রদের নম্বর, পণ্যের দাম, ইনভয়েস, বা হিসাবপত্র—তখন প্রতিবার আলাদাভাবে বর্ডার দেওয়া অনেক সময়সাপেক্ষ। কিন্তু যদি এমনভাবে সেটআপ করা যায় যাতে আপনি নাম্বার টাইপ করলেই Excel নিজে থেকে বর্ডার দিয়ে দেয়, তাহলে কাজ অনেক দ্রুত হবে এবং শিটটি অনেক বেশি গোছানো দেখাবে।
🧾🔥 Microsoft Excel এ নাম্বার টাইপ করতেই অটোমেটিক বর্ডার চলে আসবে সম্পূর্ণ সেটআপ গাইড 🚀🖥️
প্রথমে আপনি যেখানে নাম্বার টাইপ করবেন, সেই সেল বা সেল রেঞ্জটি সিলেক্ট করুন। আমি একটি টেবিলের মত ফরমেট করে নিছি। এখন সেল রেজ্ঞ সিলেক্ট করছি। আমার যেহেতু E কলাম থেকে H কলাম পর্যন্ত দরকার তাই আমি এই টুকু সিলেক্ট করলাম।
তারপর Excel-এর Home ট্যাবে যান। সেখানে Conditional Formatting এ ক্লিক করুন।
তারপর এবার New Rule নির্বাচন করুন।
তারপর যে উইন্ডো আসবে, সেখানে “Use a formula to determine which cells to format” অপশনটি বেছে নিন বা ক্লিক করুন।
তারপর ফর্মুলা বক্সে নিচের ক্লিক করুন।
তারপর নাম্বার লেখার সেলে ক্লিক করুন।
তারপর সেল ফিক্সড বা লক করার জন্য Keyboard এর F4 বাটন দুই বার চাপ দিন। দেখেন সেল লক হয়ে গেছে।
তারপর Format এ ক্লিক করুন।
তারপর Format Cells ডায়ালগ বাক্স আসবে এখানে Border এ ক্লিক করে Outline এ ক্লিক করুন। তারপর Ok করুন।
তারপর আবার ওকেতে ক্লিক করুন।
তারপর আমরা সিরিয়াল নাম্বারের জায়গায় যখন নাম্বার লিখত দেখেন অটোমেটিক বর্ডার হয়ে যাচ্ছে।
আরো যদি নাম্বার লিখি দেখেন অটোমেটিক বর্ডার হয়ে যাচ্ছে। নাম্বার লেখে Keyboard এ এন্টার দেওয়ার সাথে সাথেই বর্ডার চলে আসছে।
এখন তো বুঝতে পেরেছেন আপনি নির্দিষ্ট সেলে যখনই কোনো নাম্বার লিখবেন, Excel স্বয়ংক্রিয়ভাবে ঐ সেলে বর্ডার বসিয়ে দেবে।
✅ অতিরিক্ত টিপস 📝
- আপনি চাইলে Text এর জন্যও আলাদা রুল দিতে পারেন। যেমন ফর্মুলা হবেঃ =ISTEXT
- এতে টেক্সট টাইপ করলে অন্য রঙের বর্ডারও দিতে পারেন।
- চাইলে Conditional Formatting Manage Rules থেকে পুরোনো রুল সম্পাদনা বা মুছতেও পারেন।
✅ আমার শেষ কথা 📝
Microsoft Excel এ নাম্বার টাইপ করতেই অটোমেটিক বর্ডার চলে আসবে এই ছোট কৌশলটি আপনার দৈনন্দিন ডেটা এন্ট্রির কাজকে আরও সহজ, দ্রুত এবং পরিপাটি করে তুলবে। একবার সেটআপ করে নিলে পরের বার আর হাত দিয়ে বর্ডার দিতে হবে না Excel নিজেই করবে আপনার হয়ে।
সাকিব আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url