🚀📊 Microsoft Excel এ NID Number এ প্রতি চারটি সংখ্যার পরে হাইফেন (-) যুক্ত করার সহজ নিয়ম 📄✅
আমরা অনেক সময় Excel শিটে জাতীয় পরিচয়পত্র (NID) বা অন্য কোনো লম্বা নাম্বার লিখে রাখি। যেমনঃ 650459579904 এর মতো ১২ সংখ্যার একটি নাম্বার। কিন্তু যদি আমরা চাই প্রতি ৪টি সংখ্যার পর হাইফেন (-) দিয়ে নাম্বারটি সাজাতে, যেমন 6504-5957-9904 তাহলে সেটি ম্যানুয়ালি করা বেশ সময়সাপেক্ষ।
বিশেষ করে যখন শতাধিক ডেটা থাকে, তখন এটি একে একে পরিবর্তন করা কষ্টকর। আজ আমরা জানব কিভাবে একসাথে সব NID নাম্বারে প্রতি চারটি সংখ্যার পর হাইফেন যুক্ত করা যায় একদম সহজ একটি নিয়মে।
🚀📊 Microsoft Excel এ NID Number এ প্রতি চারটি সংখ্যার পরে হাইফেন (-) যুক্ত করার সহজ নিয়ম 📄✅
আমি আমার Microsoft Excel এ কিছু লোকের নাম আর NID Number নিয়ে নিছি।
তারপর NID Number কলামটা সিলেক্ট করব।
তারপর Ctrl+1 বাটনে চাপ দিব। এরকম ডায়ালগ বাক্স আসবে।
তারপর এখানে Custom এ ক্লিক করব।
তারপর Type এর জায়গায় 0000-0000-0000 এরকম দিব।
তারপর ওকেতে ক্লিক করুন।
এখন দেখেন প্রতি চার সংখ্যা পর পর হাইফেন চলে এসেছে। এখন ডাটা গুলো পড়তেও সহজ হবে দেখতেও সুন্দর লাগবে।
এরকম অনেক বড় ডাটা সেট থাকলে খুব সহজেই নাম্বার আলাদা করে হাইফেন দিয়ে সুন্দর করে ব্যবহার করতে পারবেন।
✅ আমার শেষ কথা 📄
Excel এ বড় সংখ্যার ভেতর নির্দিষ্ট বিরতিতে হাইফেন বা স্পেস বসানো এখন আর ঝামেলার বিষয় নয়। উপরোক্ত নিয়ম ব্যবহার করে আপনি মুহূর্তেই শতাধিক NID নাম্বারে হাইফেন দিয়ে সাজিয়ে ফেলতে পারবেন। এতে শুধু সময়ই বাঁচবে না ডেটা হবে আরও সুসংগঠিত ও পড়তে সহজ।
সাকিব আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url