💻🚀 Microsoft Excel-এ IMAGE ফাংশন দিয়ে ছবি আনার সম্পূর্ণ নিয়ম 🔥📊

Microsoft Excel শুধু টেবিল বা সংখ্যা ব্যবস্থাপনার জন্য না এখন ডেটাকে ভিজ্যুয়াল আকারেও উপস্থাপন করা যায়। সাম্প্রতিক সময়ে Microsoft 365 বা Microsoft 2021 -এ যুক্ত হয়েছে IMAGE ফাংশন, যার মাধ্যমে সরাসরি ওয়েব লিংক ব্যবহার করে টেবিলের ভেতরেই ছবি আনা সম্ভব। ফলে আলাদা করে ছবি ডাউনলোড বা ইনসার্ট করার ঝামেলা কমে যায় এবং রিপোর্ট আরও আকর্ষণীয় হয়ে ওঠে।
💻🚀 Microsoft Excel-এ IMAGE ফাংশন দিয়ে ছবি আনার সম্পূর্ণ নিয়ম 🔥📊

বিশেষ করে যখন কোনো প্রোডাক্ট ক্যাটালগ, ছাত্রছাত্রীদের তথ্য বা কর্মচারীর ডেটাবেস তৈরি করা হয়, তখন শুধু নাম বা লিংক দিয়ে তথ্য রাখা যথেষ্ট হয় না। সেখানে ছবি যুক্ত হলে ডেটা আরও সহজবোধ্য ও তথ্যবহুল হয়ে ওঠে। এক্সেলের IMAGE ফাংশন এই কাজটিকে সহজ করে দিয়েছে, যা ব্যবহারকারীদের ডেটা ব্যবস্থাপনাকে এক নতুন স্তরে নিয়ে গেছে।

✅ IMAGE ফাংশন কী...❓

IMAGE ফাংশন হলো এক্সেলের একটি নতুন ফাংশন যা কোনো ওয়েব লিংক থেকে ছবি এনে সরাসরি সেলের ভেতরে দেখায়। এতে ছবির সাইজ, নাম এবং অবস্থান নিয়ন্ত্রণ করা যায়।

💻🚀 Microsoft Excel-এ IMAGE ফাংশন দিয়ে ছবি আনার সম্পূর্ণ নিয়ম 🔥📊

আমি মাইক্রোসফট এক্সেল এ একটি টেবিল তৈরি নিছি। টেবিল এর মধ্যে নাম, পিকচার, পিকচার লিংক সব কলাম করা আছে।
আমি মাইক্রোসফট এক্সেল এ একটি টেবিল তৈরি নিছি।
প্রথম এ আমাদের যার পিকচার লাগবে তার নাম লিখে গুগল এ সার্চ করে গুগল থেকে ইমেজ লিংক কপি করে হবে
গুগল এ সার্চ করে গুগল থেকে ইমেজ লিংক কপি করে হবে
তারপর এক্সেল এ পিকচার লিংক এর সেল এ পেস্ট করতে হবে। আমি এখানে লিংক পেস্ট করলাম।
আমি এখানে লিংক পেস্ট করলাম
একি ভাবে বাকি গুলো লিংক নেয়া আসা হয়েছে। যদিও লিংক গুলো পিকচার কলামে এ দেখাচ্ছে কিন্ত লিংক গুলো পিকচার লিংক কলাম এ আছে।
লিংক গুলো পিকচার লিংক কলাম এ আছে।
এখন আমরা পিকচার কলাম এ প্রথম সেল এ ফাংশন ব্যবহার করব। প্রথম সেল এ ক্লিক করে = চিহ্ন দিব।
প্রথম সেল এ ক্লিক করে = চিহ্ন দিব।
তারপর IMAGE ফাংশন টাইপ করব এবং ফাস্ট ব্যাকেট দিব।
IMAGE ফাংশন টাইপ করব এবং ফাস্ট ব্যাকেট দিব।
তারপর পিকচার লিংক কলাম এর ফাস্ট সেল এ ক্লিক করব এবং ফাস্ট ব্যাকেট ক্লোজ করব।
পিকচার লিংক কলাম এর ফাস্ট সেল এ ক্লিক করব এবং ফাস্ট ব্যাকেট ক্লোজ করব।
তারপর কীবোর্ড এ এন্টার বাটন এ চাপ দিন দেখবেন ইমেজ চলে এসেছে।
কীবোর্ড এ এন্টার বাটন এ চাপ দিন দেখবেন ইমেজ চলে এসেছে।
এখন বাকি গুলো আনার জন্য ড্রাগ করে নিচে টান দিন।
বাকি গুলো আনার জন্য ড্রাগ করে নিচে টান দিন।
এখন দেখান সব গুলো ইমেজ চলে এসেছে।
দেখান সব গুলো ইমেজ চলে এসেছে।
আশা করি বুঝতে পেড়েছেন।

✅  ফাংশনের সুবিধা 📝

  • সহজে লিংক থেকে ছবি আনা যায়।
  • ম্যানুয়ালি Insert Picture করতে হয় না।
  • ছবির সাইজ কাস্টমাইজ করা যায়।
  • ডেটার সাথে ছবি দেখালে রিপোর্ট আরও আকর্ষণীয় হয়।

✅ সীমাবদ্ধতা 📝

  • শুধুমাত্র Microsoft 365 Excel-এ কাজ করবে। পুরোনো Excel-এ IMAGE ফাংশন নেই।
  • ছবির লিংক অবশ্যই Public (সবার জন্য উন্মুক্ত) হতে হবে। প্রাইভেট লিংক থেকে ছবি আসবে না।
  • ইন্টারনেট সংযোগ ছাড়া কাজ করবে না।

✅ আমার শেষ কথা 📝


IMAGE ফাংশনের মাধ্যমে লিংক থেকে সরাসরি ছবি আনার ফলে এক্সেলের টেবিলগুলো এখন আরও বেশি তথ্যসমৃদ্ধ এবং ভিজ্যুয়ালি সমৃদ্ধ হয়। এর ফলে রিপোর্ট বা ডেটাশিট শুধু ব্যবহারযোগ্যই না প্রেজেন্টেশনের জন্যও উপযুক্ত হয়ে ওঠে। ছবির সাইজ নিয়ন্ত্রণ, সেলের ভেতর সঠিকভাবে ফিট করা বা কাস্টম ডাইমেনশন দেওয়ার মতো সুবিধা ব্যবহারকারীর হাতে বাড়তি নিয়ন্ত্রণ এনে দেয়।

তবে মনে রাখতে হবে, এই সুবিধা কেবল Microsoft 365 বা Microsoft 2021-এর জন্য উন্মুক্ত এবং ছবির লিংক অবশ্যই পাবলিক হতে হবে। সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও IMAGE ফাংশন নিঃসন্দেহে Excel ব্যবহারকারীদের জন্য একটি যুগান্তকারী সংযোজন। যারা নিয়মিত ডেটা নিয়ে কাজ করেন, তাদের জন্য এটি সময় সাশ্রয়ী এবং প্রফেশনাল আউটপুট তৈরির সহজ সমাধান।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

সাকিব আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url