🔥🚀 Microsoft Excel এ Sheet1 ও Sheet2 এর ডাটা একত্র করে সহজে Sheet3 এ আনুন। Consolidate ব্যবহার করে ধাপে ধাপে জানুন সম্পূর্ণ প্রক্রিয়া। ✨📝
Microsoft Excel শুধু সাধারণ হিসাব-নিকাশ করার জন্য না। এটা ডাটা ম্যানেজমেন্টের জন্যও একটি অসাধারণ সফটওয়্যার। অনেক সময় আমরা আলাদা আলাদা শিটে টেবিল তৈরি করি যেমনঃ Sheet1 ও Sheet2 তে ভিন্ন ভিন্ন ডাটা রাখা হয়। কিন্তু রিপোর্ট তৈরি করতে গেলে বা বিশ্লেষণ করার সময় সব ডাটা একত্র করে একটি শিটে আনা জরুরি হয়ে পড়ে। এক্ষেত্রে Excel-এর Consolidate ফিচার আমাদের জন্য দারুণ সহায়ক।
Consolidate ব্যবহার করলে আমরা একাধিক শিট বা টেবিলের ডাটা সহজেই এক জায়গায় একত্র করতে পারি। এটি বিশেষ করে উপকারী যখন একই ধরণের তথ্য বিভিন্ন শিটে ছড়িয়ে-ছিটিয়ে থাকে। ফলে আলাদা আলাদা ফর্মুলা ব্যবহার না করেই কয়েক ক্লিকের মাধ্যমে Sheet3 এ সব ডাটা একত্রে দেখা যায়, যা সময় ও পরিশ্রম দুই-ই বাঁচায়।
🔥🚀 Microsoft Excel এ Sheet1 ও Sheet2 এর ডাটা একত্র করে সহজে Sheet3 এ আনুন। Consolidate ব্যবহার করে ধাপে ধাপে জানুন সম্পূর্ণ প্রক্রিয়া। ✨📝
আমরা প্রথমে দুটি Sheet নিয়ে নিছি। যেখানে কিছু Products এর ডাটা আছে। আমরা আগে Sheet 1 ও Sheet 2 এর ছবি গুলো দেখে নেই।
এই ডাটা গুলোই আমরা Sheet 3 তে আনব এবং যোগ ফল বের করব।
এখন আমাদের Sheet 3 তে গিয়ে ফাস্ট সেলে ক্লিক করতে হবে। তাই Sheet 3 তে গেলাম আর ফাস্ট সেলে ক্লিক করলাম।
তারপর Data Tab এ ক্লিক করব।
তারপর Consolidate এ ক্লিক করুন।
তারপর Consolidate Tab খুলে যাবে।
তারপর এখানে Function এ Sum দিব কারণ আমরা তো Products কত বিক্রি হয়েছে সব যোগ করব।
তারপর Reference এ ক্লিক করব।
তারপর আমরা Sheet1 এ ক্লিক করব।
তারপর আমরা Sheet1 এ চলে আসার পরে এখানের সকল ডাটা সিলেক্ট করব এবং Add এ ক্লিক করব।
তারপর দেখেন Sheet1 এড হয়ে গেছে।
তারপর আমরা Sheet2 তে ক্লিক করব।
তারপর আমরা Sheet2 এর সকল ডাটা সিলেক্ট করব এবং Add করব।
তারপর Use Labels In এখানে তিনটি বক্সেই টিক দিয়ে দিব।
তারপর ওকে তে ক্লিক করব।
তারপর Sheet3 তে দেখেন Sheet1 আর Sheet2 সামারি হয়ে Sheet3 তে চলে এসেছে।
এখন এই ডাটা রো আর কলাম একটু ঠিক করলেই ডাটা গুলো সুন্দরভাবে দেখা যাবে। দেখন একটু সাজিয়ে নেওয়ার পরে ডাটা গুলো কেমন দেখাচ্ছে আর দুই Sheet এর যোগফলও হয়ে গেছে।
আশা করি Consolidate এর কাজ বুঝতে পেরেছেন।
🚀 Excel এর Consolidate ফিচারের কাজ 🔥
Microsoft Excel-এর Consolidate ফিচার মূলত বিভিন্ন শিট বা রেঞ্জ থেকে ডাটা একত্র করে একটি জায়গায় আনার জন্য ব্যবহার করা হয়। অর্থাৎ, যদি আপনার ডাটা Sheet1, Sheet2 বা একাধিক শিটে ছড়ানো থাকে, তাহলে Consolidate দিয়ে সব ডাটা একসাথে Sheet3 বা অন্য যেকোনো শিটে এনে সারাংশ (Summary) তৈরি করা যায়।
✅ Consolidate ফিচারের প্রধান কাজগুলোঃ 📝
- ডাটা একত্র করা (Combine Data): আলাদা আলাদা শিটের ডাটা একত্র করে একটি সারাংশ টেবিল তৈরি করে।
- ডাটা যোগফল করা (Summarize with Functions): শুধু যোগফলই না বরং SUM, AVERAGE, COUNT, MAX, MIN ইত্যাদি ফাংশনের মাধ্যমে ডাটা একত্রিত করা যায়।
- একই ধরণের টেবিল ম্যানেজ করা: যখন একই কাঠামোর টেবিল একাধিক শিটে থাকে (যেমন সেলস রিপোর্ট, খরচের তালিকা), তখন Consolidate ব্যবহার করে সব ডাটার সারাংশ বের করা সহজ হয়।
- সময় ও পরিশ্রম বাঁচানো: আলাদা আলাদা ফর্মুলা ব্যবহার না করেই একসাথে বড় ডাটা ম্যানেজ করা যায়।
সহজভাবে বললে Consolidate ফিচার হলো Excel-এর ডাটা সারাংশ তৈরি করার একটি শর্টকাট টুল, যা একাধিক শিট বা টেবিল থেকে তথ্য নিয়ে এক জায়গায় কম্বাইন করে।
✅ কেন আলাদা শিটের ডাটা একত্র করতে হয়....❓
- বড় ডাটা হলে সব এক শিটে রাখা ঝামেলা হয়ে যায়।
- আলাদা আলাদা শিটে ডাটা ম্যানেজ করলে কাজ সহজ হয়।
- রিপোর্ট তৈরি করার সময় এক জায়গায় সব ডাটা দরকার হয়।
- বিশ্লেষণ (Analysis) করার জন্য এক শিটে আনা প্রয়োজন।
✅ আমার শেষ কথা 📝
সব মিলিয়ে Excel-এর Consolidate ফিচার হলো এমন একটি টুল, যা আমাদের ডাটা ব্যবস্থাপনাকে আরও সহজ ও সুনিয়ন্ত্রিত করে তোলে। আলাদা শিটে ছড়ানো তথ্য একসাথে এনে আমরা দ্রুত বিশ্লেষণ করতে পারি এবং প্রয়োজনীয় রিপোর্ট তৈরি করতে পারি।
সঠিকভাবে Consolidate ব্যবহার করলে অফিসিয়াল রিপোর্ট, অ্যাকাউন্টিং টেবিল কিংবা যেকোনো বড় ডাটাসেট ম্যানেজ করা অনেক সহজ হয়ে যায়। তাই যারা নিয়মিত Excel-এ কাজ করেন, তাদের জন্য এই ফিচারটি জানা ও ব্যবহার করা নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ দক্ষতা।
সাকিব আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url