🖥️🔥 Microsoft Word-এ লেখার মাঝে বা সাইডে ছবি যোগ করার নিয়ম 📝🚀
বর্তমান ডিজিটাল যুগে শুধু লেখা দিয়ে কোনো ডকুমেন্ট আকর্ষণীয় করে তোলা যায় না। পাঠককে আকর্ষণ করার জন্য ছবির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে নিউজপেপার, ম্যাগাজিন কিংবা ব্লগের মতো কনটেন্টে আমরা দেখি লেখার সাথে সঙ্গতিপূর্ণ ছবি যুক্ত থাকে, যা পুরো কনটেন্টকে আরও প্রাণবন্ত করে তোলে। Microsoft Word আমাদের এই সুবিধা সহজেই প্রদান করে।
Word-এ ছবি যোগ করলে ডকুমেন্ট শুধু সুন্দরই হয় না পাঠক সহজে বিষয়বস্তু বুঝতে পারে। এই লেখায় আমরা বিস্তারিত আলোচনা করবো কীভাবে Microsoft Word ব্যবহার করে লেখার মাঝে বা সাইডে ছবি যুক্ত করা যায় এবং সেইসাথে কোন কোন অপশনগুলো ব্যবহার করলে আপনার ডকুমেন্টটি ম্যাগাজিন বা পত্রিকার মতো পেশাদার দেখাবে।
🖥️🔥 Microsoft Word-এ লেখার মাঝে বা সাইডে ছবি যোগ করার নিয়ম 📝🚀
আমি একটি নিউজ পেপার বা ম্যাগাজিনে একটা আর্টিকেল লিখব বা কিছু একটা লিখব এর জন্য আমি আমার কম্পিউটারে Microsoft Word এ সেই লেখা বা আর্টিকেলটি রেডি করতেছি। দেখেন আমি কতবেল নিয়ে লেখছি।
এখন আমার মনে হচ্ছে লেখার এই পাশে একটা কতবেলের ছবি দিলে ভালো হবে। তাহলে এখন আমি ছবি কিভাবে দিব।
এরজন্য যেখানে ছবি দিতে চান সেখানে মাউস পয়েন্ট বা কার্সর রেখে Insert এ ক্লিক করুন।
তারপর Pictures এ ক্লিক করুন।
তারপর This Drive এ ক্লিক করুন।
তারপর এখন থেকে আমি এই ছবিটা সিলেক্ট করলাম এবং Insert এ ক্লিক করলাম।
তারপর দেখেন ছবিটি অনেক বড় হয়ে এসেছে। এটা ছোট্ট করার জন্য এই কোনার ধরে মাউস দিয়ে ড্রাগ করে উপরের দিকে টান দেন ছোট্ট হয়ে যাবে।
দেখেন আমি ছবিটি ছোট্ট করেছি। কিন্তু ছবিটি সঠিকভাবে বসানো হয়নি। এরজন্য আমাদের ছবির পাশে যে চিহ্ন দেখছেন এটাতে ক্লিক করতে হবে।
তারপর এখানে Layout Options আসবে। এখানে আমাদের সিলেক্ট করতে হবে আমরা ছবি কোন পজিশনে রাখতে চাই। সেখানে ক্লিক করলে কয়েকটি অপশন আসবে যেমনঃ
- In Line with Text ছবি লেখার মতো একই লাইনে বসবে।
- Square লেখাগুলো ছবির চারপাশে বাক্স আকারে ঘিরে থাকবে।
- Tight লেখাগুলো ছবির গায়ে লেগে থাকবে।
- Through লেখাগুলো ছবির ভেতর ফাঁকা জায়গাগুলোও ঘিরে ফেলবে।
- Top and Bottom ছবি লেখার উপরে ও নিচে থাকবে, পাশে কোনো লেখা থাকবে না।
- Behind Text ছবি লেখার পিছনে চলে যাবে।
- In Front of Text ছবি লেখার উপরে থাকবে।
আমি এগুলোর মধ্যে থেকে Tight বেছে নিলাম।
সাথে সাথেই দেখেন লেখা গুলো ছবির গায়ে লেগে রয়েছে।
কিন্তু আমি চাচ্ছি না ছবিটা এই পাশে থাকুক। এই পাশে ভালো দেখাচ্ছে না। ঐ পাশে নিয়ে যাব। এর জন্য মাউস দিয়ে টেনে ঐ পাশে নিয়ে আসলাম।
এখন যদি লেখা গুলো Justify করে দেই তাহলে আরো ভালো দেখাবে। লেখা গুলোও সমান সমান।
আশা করি এটুকু বুঝতে পেরেছেন। ছবি পজিশন করার বাকি অপশন গুলো আপনি নিজে থেকে টাই করলেই বুঝতে পারবেন।
✅ লেখার মাঝে ছবি ব্যবহার করার কিছু টিপস 📝
- ছবির সাথে সম্পর্কিত লেখা ব্যবহার করুন যাতে কনটেন্ট পাঠকের কাছে আরও পরিষ্কার হয়।
- সঠিক সাইজের ছবি ব্যবহার করুন অতিরিক্ত বড় ছবি এড়িয়ে চলুন।
- সাইডে ছবি বসানোর সময় টেক্সটের স্পেসিং ঠিক করে নিন যাতে পড়তে সমস্যা না হয়।
- চাইলে Caption ব্যবহার করে ছবির নিচে বর্ণনা লিখতে পারেন।
✅ আমার শেষ কথা 📝
Microsoft Word শুধু লেখালেখির জন্য না ভিজ্যুয়ালি আকর্ষণীয় ডকুমেন্ট তৈরির জন্যও এক অসাধারণ টুল। আপনি যদি নিউজপেপার বা ম্যাগাজিন স্টাইলের লেআউট তৈরি করতে চান তাহলে Word-এর ছবি ইনসার্ট এবং লেআউট অপশনগুলো ব্যবহার করলেই সহজে করা সম্ভব।
ছবি লেখার সাথে যোগ করলে পাঠক শুধু পড়বে না ভিজ্যুয়ালি অনুভব করবে বিষয়বস্তু। সঠিকভাবে ছবি সাজালে আপনার ডকুমেন্ট হবে আরও পেশাদার প্রফেশনাল এবং দৃষ্টিনন্দন। তাই আজ থেকেই লেখার পাশাপাশি ছবির ব্যবহার শুরু করুন এবং আপনার Microsoft Word ডকুমেন্টকে দিন এক নতুন মাত্রা।
সাকিব আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url