🖥️➕ Microsoft Excel এ একাধিক টেবিলের একাধিক টোটাল একসাথে বের করার সহজ নিয়ম 📝✅
এক্সেলে কাজ করার সময় অনেক সময় একাধিক টেবিলে আলাদা আলাদা ডেটা থাকে। যেমনঃ আমাদের উদাহরণ ছবিটাতে পাচ্ছেন তিনটি টেবিল রয়েছে। প্রত্যেক টেবিলে June, July, Aug এবং Total নামে কলাম আছে। এখন যদি আমরা চাই এই তিনটি টেবিলের সব টোটাল একসাথে বের করতে, তবে খুব সহজ একটি কমান্ড ব্যবহার করলেই হয়ে যাবে।
Excel-এ যদি আপনি সব টেবিলের ডেটা একসাথে সিলেক্ট করেন, তারপর Alt + = দেন তাহলে (AutoSum) প্রেস করে একসাথে টোটাল বের হয়ে যাবে।
📝 Microsoft Excel এ একাধিক টেবিলের একাধিক টোটাল একসাথে কিভাবে বের করবেন...❓
প্রথমে আমার যে তিনটি টেবিলটি নিয়েছি সেটা আগে দেখে নিন।
এই তিনটি টেবিলের টোটাল আমরা বের করব।
এই তিনটি টেবিলের টোটাল বের করার জন্য আমাদের আগে টেবিল গুলো সিলেক্ট করতে হবে। সব টেবিল একসাথে সিলেক্ট করার জন্য Ctrl হোল্ড প্রেস করে ধরে রাখতে হবে এবং মাউস দিয়ে একটা একটা করে টেবিল এভাবে সিলেক্ট করতে হবে।
তারপর Keyboard এর Alt+= চাপতে হবে। একটু তারাতাড়ি চাপতে হবে। Alt চেপে = যদি একটু ধেরি করিতে চাপেন তাহলে অন্য ফাংশন চালু বা ওপেন হতে পারে তাই একটু তাড়াতাড়ি চাপবেন।
চাপ দেওয়ার সাথে সাথে দেখন রেজাল্ট চলে এসেছে।
📝 আমার শেষ কথা ✅
এক্সেলে একাধিক টেবিলের একাধিক টোটাল একসাথে বের করা খুব সহজ। মানে হচ্ছে, SUM ফর্মুলা টাইপ না করেও Alt + = শর্টকাট দিয়ে এক ক্লিকে সব যোগফল বের করা যায়। এভাবে কাজ করলে যেকোনো বড় ডেটা থেকেও খুব দ্রুত গ্র্যান্ড টোটাল বের করা সম্ভব হবে।
সাকিব আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url