📝📊 Excel-এ Date of Birth থেকে বয়স বের করে Years, Months, Days ফরম্যাটে দেখানোর নিয়ম 💻📑

Microsoft Excel শুধুমাত্র ডেটা এন্ট্রি বা ক্যালকুলেশনের জন্য না, ব্যক্তিগত তথ্য ব্যবস্থাপনার ক্ষেত্রেও দারুণভাবে ব্যবহার করা যায়। যেমনঃ কোনো ব্যক্তির জন্ম তারিখ (Date of Birth) থেকে তার বয়স (Years, Months, Days আকারে) বের করা যায় খুব সহজেই। বিশেষ করে স্কুল-কলেজ, অফিস, হাসপাতাল বা সরকারি কাগজপত্রে বয়স সঠিকভাবে হিসাব করার জন্য এই টেকনিক অত্যন্ত কার্যকর।

📝 বয়স বের করার জন্য প্রয়োজনীয় ফাংশন ✅

Excel-এ বয়স বের করার জন্য সাধারণত DATEDIF ফাংশন ব্যবহার করা হয়। এই ফাংশন দুইটি তারিখের মধ্যে পার্থক্য হিসাব করে এবং আমরা চাইলে Years, Months, Days আকারে আলাদা আলাদা রেজাল্ট পেতে পারি।

📝📊 Excel-এ Date of Birth থেকে বয়স বের করে Years, Months, Days ফরম্যাটে দেখানোর নিয়ম 💻📑

আমি Microsoft Excel এ Date Of Birth থেকে Years, Months, Days বের করা জন্য এই ছোট্ট টেবিল তৈরি করে নিয়েছি। 

আপনারা শিখার জন্য এরকম টেবিল বানিয়ে নিবেন।

তারপর আমরা প্রথম জনের Years, Months, Days বের করার জন্য B কলামের 2 নাম্বার সেলে ক্লিক করব। তারপর সেখানে = দিয়ে TODAY() এভাবে =TODAY() দিব।

তারপর বিয়োগ চিহ্ন দিয়ে A কলামের 2 নাম্বার সেল সিলেক্ট করব। এভাবে -A2 দিব।

তারপর Keyboard এর Enter বাটন চাপ দিলেই এরকম চলে আসবে।

তারপর Format এ ক্লিক করব।

তারপর নিচে Format Cells এ ক্লিক করব। 

তারপর Format Cells Window খুলে যাবে এখানে আপনি Custom এ ক্লিক করবেন।

তারপর Type এ ক্লিক করেন।

তারপর m/d/yyyy এগুলো কেটে দিয়ে এটা লেখেন yy"Years" mm "Months" dd "Days"

তারপর নিচে Ok তে ক্লিক করুন। 

এই যে দেখন আমারা ঠিক যেভাবে চেয়েছি ঠিক সেভাবে চলে এসেছে। 

এখন বাকি গুলো আনার জন্য নিচে ড্রাগ করে টেনে নামান।

দেখেন বাকি গুলোও চলে এসেছে। 

আশা করি বুঝতে পেরেছেন। 

📝 ব্যবহারিক ক্ষেত্র ✅

  • স্কুল বা কলেজের ভর্তি ফর্মে বয়স নির্ধারণ
  • পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্রের জন্য বয়স গণনা
  • অফিসে কর্মীর রেকর্ড ম্যানেজমেন্ট
  • হাসপাতাল বা ক্লিনিকে রোগীর বয়স নির্ণয়

📝 আমার শেষ কথা ✅

Excel-এ Date of Birth থেকে বয়স বের করা কোনো জটিল বিষয় না। শুধু TODAY ফাংশনের সঠিক ব্যবহার জানলেই খুব সহজে Years, Months, Days ফরম্যাটে বয়স পাওয়া যায়। তাই একবার সঠিকভাবে সেটআপ করে নিলে ভবিষ্যতে শুধু জন্ম তারিখ ইনপুট দিলেই বয়স স্বয়ংক্রিয়ভাবে গণনা হয়ে যাবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

সাকিব আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url