📝💻 Excel এ Discount দিয়ে Total Price কিভাবে বের করবেন... ❓🖥️

আজকের ডিজিটাল যুগে প্রায় সবাই কেনাকাটা করে থাকে ডিসকাউন্টে। কিন্তু আমরা যদি পণ্যগুলোর মূল দাম (Price) এবং ডিসকাউন্ট (Discount %) জানি, তাহলে সহজেই হিসাব করে বের করা যায় ডিসকাউন্ট বাদ দেওয়ার পর Total Price কত দাঁড়াবে। Excel-এ এটি করা যায় খুব সহজ কিছু ফর্মুলা ব্যবহার করে।
📝💻 Excel এ Discount দিয়ে Total Price কিভাবে বের করবেন... ❓🖥️
ধরুন আমাদের কাছে একটি টেবিল আছে যেখানে পণ্যের নাম, দাম এবং ডিসকাউন্ট দেওয়া আছে। আমাদের লক্ষ্য হলো শেষের কলাম অর্থাৎ Total বের করা।

Excel এ Discount দিয়ে Total Price কিভাবে বের করবেন... ❓

প্রথমেই আমরা একটা টেবিল নিয়ে নিয়েছি।
তারপর আমরা Total এর কলামে D2 নাম্বার সেলে ক্লিক করব। এখানে লিখব =
তারপর B কলামের 2 নাম্বার সেলে ক্লিক করব। এভাবে আসবে B2
তারপর বিয়োগ চিহ্ন - দিব এবং ফাস্ট ব্যাকেট দিব।
তারপর C কলামে 2 নাম্বার সেলে ক্লিক করে সিলেক্ট করব। C2 আসবে।
তারপর গুন চিহ্ন * দিব। তারপর আবার B কলামের 2 নাম্বার সেল ক্লিক করে সিলেক্ট করব এবং ফাস্ট ব্যাকেট ক্লোস করব।
তারপর Keyboard এ Enter বাটন এ চাপ দিব দেখব ফলাফল চলে এসেছে।
তারপর বাকি ফলাফল গুলো আনার জন্য ড্রাগ করে নিচে টানবো।
দেখেন সব ফলাফল চলে এসেছে।
এভাবেই Product এর Price থেকে Discount দিয়ে Total বের করব।

= B2 - (C2 * B2) এই সূত্র কিভাবে কাজ করে

চলুন এবার ধাপে ধাপে দেখি = B2 - (C2 * B2) সূত্রটা আসলে কিভাবে কাজ করে।

টেবিলের কলাম রেফারেন্স

  • B2 এখানে Price আছে (যেমনঃ 500)
  • C2 এখানে Discount% আছে (যেমনঃ 10%)

সূত্রের ভাঙন

  • প্রথমে B2 * C2 এখানে দাম (Price) কে ডিসকাউন্ট % দিয়ে গুণ করা হয়।
  • উদাহরণ: 500 × 10% = 50 এটি হলো কত টাকা ছাড় (Discount Amount) হবে।
  • এরপর B2 - (B2 * C2) এখন মূল দাম (Price) থেকে ছাড়ের টাকা বাদ দেওয়া হয়।
  • উদাহরণ: 500 – 50 = 450 এটি হলো Total Price (Final Price)
তাই Excel এ এই ফর্মুলা যেকোনো প্রোডাক্টের Price ও Discount দিয়ে খুব সহজেই Total বের করে দেয়।

📝 আমাদের শেষ কথা 💻

Excel এ ডিসকাউন্ট দিয়ে Total বের করা আসলেই খুব সহজ। শুধু সঠিক ফর্মুলা জানলেই কয়েক সেকেন্ডে পুরো টেবিলের হিসাব করা সম্ভব। এই কৌশলটি ব্যবসায়িক কাজ দোকানের হিসাব অথবা নিজের ব্যক্তিগত কেনাকাটার বাজেট তৈরিতেও কাজে লাগতে পারবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

সাকিব আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url