🖥️⚡ কিভাবে Excel-এ Start Date থেকে End Date পর্যন্ত তারিখ অটো তৈরি করবেন 📑❓

Microsoft Excel শুধু সংখ্যার হিসাবই করে না তারিখ নিয়েও দারুণভাবে কাজ করতে পারে। অনেক সময় আমাদের দরকার হয় একটি নির্দিষ্ট তারিখ থেকে আরেকটি নির্দিষ্ট তারিখ পর্যন্ত প্রতিদিনের তারিখ লিস্ট করা। যেমন, ১ জানুয়ারি ২০২৪ থেকে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত প্রতিদিনের তারিখ আলাদা আলাদা সেলে দেখতে চাই।

হাতে লিখতে গেলে এটি সময়সাপেক্ষ এবং ক্লান্তিকর কাজ। তবে Excel-এ খুব সহজেই এটি অটো করা যায়। চলুন দেখে নিই।
🖥️⚡ কিভাবে Excel-এ Start Date থেকে End Date পর্যন্ত তারিখ অটো তৈরি করবেন 📑❓

Fill Series ব্যবহার করে

প্রথম আমরা সেলে শুরুর তারিখ লিখব (যেমনঃ 1/1/2024)।

তারপর সরাসরি Fill Series এ যাওয়ার জন্য Shortcut হলো Alt+H+F+I+S চাপ দিলে Series Window চলে আসবে।

অথবা Home থেকে Editing সেকশনের এখানে ক্লিক করবেন।

তারপর Series এ ক্লিক করুন।

এবার এখানে সেটিংস ঠিক করতে হবে। Series in এ Columns সিলেক্ট করেন।

তারপর Type এ Date সিলেক্ট করবেন।

তারপর Date unit এ Day সিলেক্ট করবেন।

তারপর Step value তে 1 দিবেন৷

তারপর আপনার Stop value এখানে আপনার শেষ তারিখ দিন (যেমনঃ 12/31/2025)।

তারপর আপনি ওকে চাপুন।

দেখেন আমাদের কাজ হয়ে গেছে।

এটা শুরুর তারিখ।

তারপর দেখেন এটা শেষ তারিখ।

এভাবেই আপনারা একটা নিদিষ্ট তারিখ থেকে অন্য আরেকটা নিদিষ্ট তারিখ পর্যন্ত অটোমেটিক তারিখ নিয়ে আসবেন কিছু নিয়ম ফলো করেই।

💥বাড়তি টিপস💥

  • মাসভিত্তিক তারিখ চাইলে Date unit Month সিলেক্ট করুন।
  • শুধু বছরের শুরুদিন চাইলে Date unit Year ব্যবহার করুন।
  • যদি শুধু Weekdays চান (শনিবার-রবিবার বাদে) তবে Date unit Weekday সিলেক্ট করতে হবে।

📃আমার শেষ কথা 

Excel-এ নির্দিষ্ট একটি তারিখ থেকে অন্য একটি তারিখ পর্যন্ত তারিখ অটো লিস্ট তৈরি করা খুবই সহজ। আপনি চাইলে Fill Series পদ্ধতি ব্যবহার করতে পারেন। এতে আপনার কাজ অনেক দ্রুত হবে এবং কোনো ভুলও হওয়ার সুযোগ থাকবে না।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

সাকিব আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url