🖥️📝 GST Invoice এর হিসাব কিভাবে করবেন। ধাপে ধাপে সম্পূর্ণ গাইড 📊💻
ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে GST Invoice খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিশেষ করে যখন কোনো পণ্য বিক্রি বা কেনা হয়, তখন তার হিসাব রাখার জন্য Excel শিটে ইনভয়েস তৈরি করা যায়। আজ আমরা আর্টিকেলে দেওয়া উদাহরণ থেকে শিখব কিভাবে ধাপে ধাপে হিসাব করে Total, Discount, Taxable Amount, CGST, SGST এবং Net Amount বের করা যায়।
🖥️📝 GST Invoice এর হিসাব কিভাবে করবেন। ধাপে ধাপে সম্পূর্ণ গাইড 📊💻
প্রথমে আমরা Excel এ টেবিল তৈরি করে নিয়েছি।
এখন এই টেবিলের মাধ্যমে বাকি কাজ করে দেখাব।
✅ Amount কলামের হিসাব 📝
প্রথমে প্রতিটি প্রোডাক্টের Amount বের করতে হবে। সূত্র হবে:=B3*C3
এর জন্য প্রথমে আমরা D কলামের 3 নাম্বার সেলে ক্লিক করতে হবে। তারপর B কলামের 3 নাম্বার সেল আর C কলামের 3 নাম্বার সেল গুন করে দিব। ঠিক এভাবে =B3*C3
তারপর Keyboard এর Enter এ চাপ দিব। ফলাফল চলে এসেছে।
তারপর ড্রাগ করব বাকি ফলাফল গুলো আনার জন্য।
বাকী ফলাফল গুলো চলে এসেছে।
আশা করি ওটুকু বুঝতে পেরেছেন।
✅ Total হিসাব বের করা 📝
টোটাল হিসাব বের করার জন্য আমাদের D কলামের 9 নাম্বার সেলে ক্লিক করে =SUM( দিব
তারপর সব Amount ড্রাগ করে সিলেক্ট করে ব্যাকেট ক্লেস করব। ঠিক এভাবে =SUM(D3:D8)
তারপর Keyboard এর Enter বাটন চাপ দিলেই সব টোটাল রেজাল্ট চলে আসবে।
আশা করি ওটুকু বুঝতে পেরেছেন।
✅ Discount 15% বের করা 📝
ডিসকাউন্ট বের করার জন্য প্রথমে আমাদের D কলামের 10 নাম্বার সেলে ক্লিক করব। তারপর টোটাল সেল আর 15% ডিসকাউন্ট গুন করে দিব। ঠিক এভাবে =D9*15%
তারপর Keyboard এ Enter বাটন চাপ দিলেই ডিসকাউন্ট রেজাল্ট চলে আসবে।
আশা করি ওটুকু বুঝতে পেরেছেন।
✅ Taxable Amount বের করা 📝
Taxable Amount বের করার জন্য আমাদের টোটাল থেকে ডিসকাউন্ট বিয়োগ করে দিতে হবে। ঠিক এভাবে =D9*B10
তারপর Keyboard এর Enter এ চাপ দিব তাহলেই ফলাফল চলে আসবে।
আশা করি ওটুকু বুঝতে পেরেছেন।
✅ CGST 9% হিসাব করা 📝
CGST 9% হিসাব করার জন্য আমাদের B কলামের 12 নাম্বার সেলে ক্লিক করে Taxable Amount আর CGST গুন করতে হবে। এভাবে =B11*9%
তারপর Keyboard এর Enter এ চাপ দিব তাহলেই ফলাফল চলে আসবে।
আশা করি ওটুকু বুঝতে পেরেছেন
✅ SGST 9% হিসাব করা 📝
SGST 9% হিসাব করার জন্য আমাদের B কলামের 13 নাম্বার সেলে ক্লিক করে Taxable Amount আর SGST গুন করতে হবে। এভাবে =B1*9%
তারপর Keyboard এর Enter এ চাপ দিব তাহলেই ফলাফল চলে আসবে।
আশা করি ওটুকু বুঝতে পেরেছেন।
✅ Net Amount বের করা 📝
Net Amount বের করার জন্য আমাদের তিনটি সেল একসাথে যোগ করতে হবে Taxable Amount, CGST, SGST এর জন্য আমাদের B কলামের 14 সেলে ক্লিক করতে হবে। তারপর =SUM( দিব।
তারপর ঐ তিনটা সেল একসাথ ড্রাগ করে সিলেক্ট করব। এভাবে =SUM(B11:D13)
তারপর Keyboard এর Enter এ চাপ দিব তাহলেই ফলাফল চলে আসবে।
এভাবেই Net Amount বের করা যায়। আশা করি ওটুকু বুঝতে পেরেছেন।
🖥️ আমার শেষ কথা 📝
এভাবেই সহজ কিছু সূত্র ব্যবহার করে আমরা Excel-এ যেকোনো GST Invoice তৈরি করতে পারি। শুধু গুণ, যোগ, শতাংশ আর বিয়োগের সূত্র জানলেই পুরো প্রক্রিয়া কয়েক মিনিটের মধ্যেই শেষ করা যায়।
সাকিব আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url